পাখি তোর আপন ঘরে
বৃস্টি জলের পানি;
অল্প জলেই স্তব্ধ হল,
রঙিন সপ্নখানী!
কচি কাচার কিচিমিচি
যেই ঘরেতে রেখে;
সেই ঘরেতেই সুখের বাতি,
দিন রাত্রি থেকে।
সুখের ঘরে আধার এ'ল
হঠাৎ বৃস্টি জলে;
ঘরখানা তার ডুবে গেল,
সাতার পানির তলে।
হটাৎ কিছু লোকজন এসে
দিয়ে গেল চাল
খাবার উপায় নেই যে তাদের
উনুনেই জলে না, জাল।
আর ত খবর নিল না কেউ
দেখার ত কেউ নাই!
বৃস্টি জলে ভেসে ভেসেই
পানিতেই হল ঠাই!
প্রতিবছর এমন করেই
যুদ্ধ করে যায়
সেই যুদ্ধে জয়ী হলেও
দুঃখ না ফুরায়!
পাখির, আপন ঘরে আপন করে
দেখার যে কেউ নাই
বর্ষা গেলেও দুঃখ যায় না
হয়না তবুও ঠাই!
কতজনই এসে বলে,
আশ্বাস দিয়ে যায়
আরতো তাদের মেলে না দেখা
কেউ, ফিরে না তাকায়।
পাখি, তোর আপন ঘরে;
দুঃখের অন্ত নাই
কত জনই এল গেল
কেউ দিলনা, ঠাই!