ট্রাকে ট্রাকে ধাক্কা লাগে, মুখোমুখি বাস
রাস্তা দিয়ে হেটে গেলেও, জীবন সর্বনাশ।

রাস্তাঘাটে জ্যামের তাড়া, ধুলোবালির রব
পানি পথেও আগুন লাগে, পুরে যায় যে সব।

জাহাজ নৌকায় ধাক্কাধাক্কি, উলটে যায় লড়ি
পানির মাঝেও পানির অভাব, কি করি কি করি?

পেছন দিয়ে ধাক্কা মারে, সামনে দিয়ে চাপ
রাস্তা-পানি কোনটাতেই রেহাই নাইরে বাপ।

ট্রেনে ট্রেনে মুখোমুখি, মাঝেমধ্যে ঢিল
কোথাও নাই যে শান্তি মোদের, কোথাও নাই যে মিল।

ইদানীং, বিমান বিমান ধাক্কা লাগে, যাবো যে আর কই!
আকাশ পথেও নাই যে রেহাই, কেমনে এসব সই?