ভালোবাসা কি বুঝ?
সারারাত ফোন কল, ফেসবুকে চ্যাটিং
লং ড্রাইভ আর ডেটিংএই প্রকৃত সুখ খুজ!
ভালোবাসা কি বুঝ?
মুখোমুখি একটু চাওয়া, পাশাপাশি হেটে
পার্কে বসে বাদাম খাওয়ায় প্রকৃত সুখ খুজ!
ভালোবাসা কি বুঝ?
কল্পনাতে গল্প লেখা, বাস্তবতার মিল নেই
২০ টাকার লাল গোলাপেই প্রকৃত সুখ খুজ!
ভালোবাসা কি বুঝ?
পড়াশোনার চিন্তা নেই, নেই ক্যারিয়ারের ভাবনা
রেস্টুরেন্টে আড্ডা মেরেই প্রকৃত সুখ খুজ!
ভালোবাসা কি বুঝ?
বিকাল বেলায় লেকের ধারে, সন্ধে মিলালে মলে
দামী দামী গিফটের মাঝেই প্রকৃত সুখ খুজ!
অথচ বাস্তবতা কতো কঠিন
হলের ভাড়া, মেসের বাজার
বাবার মেডিসিন, বোনের স্কুল ফিস
নিজের টিউশন, মাসের খরচ
পড়াশোনা আর ক্যারিয়ার।
ওহে বোনেরা, ওহে ভাইয়েরা
যারা এতসব পারি দিয়ে অল্প হলেও ইনকাম করছে
চেষ্টা করছে নিজের পায়ে দাড়াবার
অথবা কারও পাশে দাঁড়িয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে সংসারের।
তারপর বিয়ে করেই যাপিত জীবনে
হাল ধরেন সংসারের, যতটুকুই আয় হয়
তাই অতীত কে না টেনে সংসারটা বুঝ;
এরই মাঝেই শান্তি নিয়ে প্রকৃত সুখ খুজ।