ঐ কাজল কালো, হরিণ চোখে রাগি রাগি মুখে
দেখা দিলেই আসবে কিন্তু কাজল দিয়ে চোখে।
এটাই ছিল প্রতিবারেই আবদার অল্প করে,
কাজল কালো চোখ-ই আমি দেখতাম প্রানভরে।

নীল শাড়ির ঐ কালো পাড়ের মাটির গয়না পরে
কি ভিষন দেখতে লাগতো, দেখতাম প্রানভরে।
চোখের কোনায় কাজল লেগে লেপ্টে যেতো গাল
রাগি চোখে চোখ রাঙিয়েই হতে বেসামাল।

কথা আর গল্প জমতো, মাঝেমধ্য আড়ি
সন্ধে যখন নেমে যেতো, ফিরতে তখন বাড়ী।
এমন করেই চলে যেতো দিন গুনে গুনে
কি জানি কি হটাৎ হল, কার কথা কি শুনে!

তারপর তুমি এলে না আর, কাজল কালো চোখে
কেমন যেন যাচ্ছিলো দিন, কেমন যেনো দুখে।
ঐ কাজল কালো, হরিন চোখে রাগি রাগি মুখে
দেখা দিলেই আসবে কিন্তু কাজল দিয়ে চোখে।

৮ ডিসেম্বর ২০১৯
জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ।