হয়তো বিনয়ে নিজের সরলতার শত অভিযোগে-
হয়তো অপ্রকাশিত ভালোবাসার সহজ স্বীকারোক্তি-ই আমার অকাল হওয়ার জন্য দায়ী।
ভালোথাকার বিন্দুমাত্র আগ্রহ যেখানে নিস্ফল,
ভালোবাসা সেখানে অনুভূতিহীন নীতিবিবর্জিত সিদ্ধান্ত।
হয়তো কিছু ভুল, হয়তো কিছু সরলতা, হয়তো কিছু সিদ্ধান্ত-
আজ জমা হলো কষ্টের বরফচাপা পাহাড়ে।
শুধু একটা তাপদাহ, শুধু একটা অগ্নি কুন্ডলীই পারে এ পাহাড়ে ঢল লাগাতে।