শীতের এই সাজ সকালে হাটবো দুজন পাশে,
চোখ ভেজাবো কান্না হাসি-ই পা ভেজাবো ঘাসে।
কইবো কথা ভালোবাসার, ভাসবো ভালো আরও,
ধার ধারিনা কোন কিছুর, ধার ধারিনা কারও।

বয়স এখন হয়েছে আমার, ২৬ এ পা দিয়ে,
মাকে এ কথা বলতে হবে, করতে হবে বিয়ে।

বেকার এখন আছি যদিও, শ্বশুর ব্যবসা করে,
বড়লোক আমি হতে চাই, ঐটাতেই চড়ে।

তবুও আমি বাসবো ভাল, শ্বশুরের মেয়েকেই
আমি কিন্তু ভদ্র ছেলে, জানে অনেকেই।

বেকার ছেলের প্রেম বেশি, মনে অনেক আশা
চাকরিজীবীর সময় কই! থাকবে ভালোবাসা?
আসছে শীতেই তোমাকে চাই, বলে দাও বাড়ি
নইলে কিন্তু তোমার সাথে শতকোটি আড়ি!