ভুলেই গেছি, যাচ্ছি ত ভুলে
ভুলতে পারিনা প্রীতি।
কত অবহেলা, নিষেদের ছলে
হচ্ছে সবই স্মৃতি।
যত হইছই, কাব্য কাহিনী
ছিল কত বন্ধু, সৈন্য বাহিনী।
কফির বরফে, জুসের বারে
দুমড়ে মুছড়ে হল ভাঁড়ি, স্মৃতির পাহাড়ে।
জীবনটা এমনই, আধোআলো ছায়া
বিলীন হয় কত কিছু, পরে থাকে মায়া।
নিষেদের রীতিনীতি, বাস্তবিক কিছু
কল্পনার এ জগৎ, ছাড়ছেনা পিছু।
দুঃখ আমার এক পাহাড়, সুখ যা আছে
যতটুকুই সুখ পাই, সবই তোমার কাছে।
মনটাকে শক্ত করে, বলি ওরে শুন;
দুঃখ যদি সুখ হয় হবে তার বহু-গুণ।