ফুটপাতেই দোকান তার, লুচি আলুর দম
খাবারগুলো টেস্টি অনেক, দাম কিছুটা কম।
বিকাল বেলায় দুধ চা, সিঙ্গারা আর পুরি
আহ! কি সেই স্বাদের খাবার, গল্প আড্ডার ঝুড়ি।
সমাজে তার ছিলনা দাম, কাউকে পেতনা খুজে
মায়ের মনে দুঃখের সাগর, কাদতো চোখ বুজে।
ছেলে একদিন করবে রোজকার, ধরবে বাবার হাল
পাওনাদারদের শোধের দায়ে, শুনতো গালাগাল।
একদিন বাবার হঠাৎ করেই, বুকে উঠলো ব্যাথা
কে জানতো এই ব্যাথাই, অকাল মৃত্যু গাথা।
নেমে এলো আধার কালো, পুরো সংসার ঘিরে
ফুটপাতের দোকানটাই তার, সুখ আনলো ফিরে।
দিনে তার হাজার চারেক, থাকে খরচা বাদে
লাগেনা আর কোন ধার, পরেনা আর ফাঁদে।
ছোট আর বড় বলে, নেই তফাৎ কোন কাজে
কাজকে যে সম্মান করে, মুকুট কিন্তু তারই সাজে।