আমি ভুল ছিলাম না
সবাই ভুল বুঝিয়েছে,
তুমি ভুল বুঝেছ!
স্টেটমেন্ট দিয়েছ, আমি ভুল ছিলাম;

শুধু তোমার জন্য আমি প্রমান করে দিয়েছি আমি ভুল ছিলাম।

আমি খারাপ ছিলাম না
সবাই খারাপ বানিয়েছে,
তুমি খারাপ ভেবেছ!
স্টেটমেন্ট দিয়েছ, আমি খারাপ;

শুধু তোমার জন্য আমি প্রমান করে দিয়েছি আমি খারাপ।

এত নিচ, নির্লজ্জ, ছিলাম না
তোমার জন্যই হয়েছি
তুমি নির্লজ্জ বলেছ!
স্টেটমেন্ট দিয়েছ, আমার মত নির্লজ্জ আর নাই;

শুধু তোমার জন্য আমি প্রমান করে দিয়েছি আমিই নির্লজ্জ।

শেষবারেও বলেছি তোমাকে চাই
তোমাকে চাই বলেই এ সব
তুমি বলেছ, এ সবই অভিনয়
স্টেটমেন্ট দিয়েছ, আমি অভিনেতা;

শুধু তোমার জন্যই আমি প্রমান করে দিব এ অভিনয় আর নয়!

টিকবেনা আর তোমার কোন এই ব্যাপারে যুক্তি
তাইতো তোমায় দিয়ে দিলাম আমার থেকে মুক্তি।