আধার শেষে রাত্রি গেলে, একটা আপন ভোরে
ইচ্ছে করেই তোকে নিয়ে, যাবো বহুদূরে।
শুনলে শুনুক যা শুনবার, বলুক কটুকথা
মানব না আর কোন বাধা, মানব না যে প্রথা।
চুপিচুপি এমনি করে, আর কতদিন বল?
অনেক দিন-ত হয়ে গেছে, এবার তবু চল!
পারছিনা আর বইতে আমি, সইতে এত বাধা
এত করে বলছি আমি, বুঝিসনারে গাধা!
যেদিন আমি থাকবো না আর পারব না আর চলতে
বৃথা হয়ে যাবে সবই যদি না পাই বলতে;
এত করে ভেসেছি ভাল, আদর যতন করে
সারাজীবন চলনা হাটি হাতে হাতটি ধরে।
সময় গেলে যদি ডাকিস পাবিনা আর পাশে
চলে যাবো চুপটি করে দূরে দুর্বাসে।
পারছিনা আর বইতে আমি, সইতে এত বাধা
এত করে বলছি আমি, বুঝিসনারে গাধা!!