মন তুই বুঝলে না, মনের আকাশ চিনলে না,
সাদামাটা এ মনে, প্রানের হাসি হাসলে না।
মন তুই বুঝলে না, মনের আকাশ চিনলে না,
চেনা এ পথে, বাকি পথ হাটলে না।
জাতীভেদের ভেদাভেদে, সত্যিটাই জানলে না,
কত কথা বলতে চাই, কোন কথাই শুনলে না।
কত চেষ্ঠা করেছি, সঙ্গে তুমি থাকলে না,
জাতিভেদ অভিশাপ, এই কথাটাই মানলে না।
মন তুই বুঝলে না, মনের আকাশ চিনলে না,
চেনা এ পথে, বাকি পথ হাটলে না!
মন তুই বুঝলে না, মনের আকাশ চিনলে না,
সাদামাটা এ মনে, প্রানের হাসি হাসলে না।