মহা-মিলনমেলার নেই ফুলস্টপ, নেই দাড়ি কমা
বলা যায় যত আছে সব; মনের কথা জমা।
ছোট্টোবেলার কত স্মৃতি আলতু মনে ভাসে
হঠাৎ কোথাও দেখা হলেই; সবই মনে আসে।

পুকুর ঘাটে, খেলার মাঠে কি ই-বা হাট বাজার
একেরপর এক জমা কথাই বলছি হাজার হাজার।
হাসি মাখা, দুঃখ ভরা ক্লান্ত দিনের পরে
মহা-মিলনমেলায় সবই মনে ধরে।

সময় হল, বিয়ে হল, সংসার হল যার যার
একেকজনের গল্প কথা হল স্মৃতির পাহাড়।
নিত্য ছুটি, নিত্যদিনে মাঝেমধ্যে ফাকা!
মহা-মিলনমেলায় সবাই করি ঝাকানাকা।

এর পরেও থাকে বাকি, বিবেধ যত কিছু
স্মৃতিগুলিই সবসময় ঘুরছে পিছুপিছু।
খারাপ যদি থাকে কিছু, করে দিস ক্ষমা!
মহা-মিলনমেলার নেই ফুলস্টপ, নেই দাড়ি কমা।