এ ঝড়া পৃথিবী, কত কান্না, কত হাসি,
মলিন বেদনায় কেপে উঠে ঝড়-
ঝড় থেমে যায়, শান্ত হয় আবার।

ফিরে পায় নতুন আকাশ, নতুন মতে চলে পথ
দুর্নিবার উদ্দমে।
ছুটে চলে দূর সীমানায়, ধিকিধিকি পথে
শান্ত হাতটি ধরে।

আবার দেখা, বহুদিন পরে
কত অজানায় কত যে ভিড়ে;
মনে কি পরে?

নিশ্চুপ নিস্তব্ধ কিছুক্ষণ!

বাতাসের হালকা শিহরণ, দোলা দেয় প্রানে
মনে আসে ছন্দ,
আবার নিশ্চুপ নিস্তব্ধ কিছুক্ষণ!

মনে পরে যায় জমে থাকা রাগ, অভিমান আর দুঃসহ যন্ত্রনায়।

এভাবেই চলছে পথ, হাসিমাখা দিনে, দিন যাচ্ছে চলে।
আবার বহুবছর পর, হটাৎ দেখা,
নিশ্চুপ নিস্তব্ধ কিছুক্ষণ!