কথা দিলে, মন নিলে, কাছে এলে না
ফুল নিলে, জ্বালা দিলে, মালা দিলে না।

স্বপ্ন ছিল, আশা ছিল, ভরসা ছিল না
মত ছিল, পথ ছিল, সাহস ছিল না।

আশা দিলে, মিশে গেলে, পাশে ছিলে না
দেখা দিলে, চলে গেলে, বলে গেলে না।

আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভাগ্য ছিল না
সপ্নটাকে সত্যি করার আশ্বাস দিলে না।

অথছ, তোমার জন্য কিনে আনতাম সাত পাহাড়ের মাটি
তোমিই ছিলে খাটি, আমার প্রেমের ঘাটি।
ছোট্ট একটা ঘর বানাতাম, বাঁশপাতার ঐ ছাদ
জোছনার আলো নিয়ে, ধরতাম হাতেহাত।

তোমার জন্য দিতাম পারি, সাত সমুদ্রজল
কুড়িয়ে আনতাম মণিমুক্তা, খুশিতে টলমল।
ছোট্ট ঘরে সুখের বাতি, নিভে গেল বুঝি
এ সুখটা হারিয়ে গেল, কোথায় এখন খুজি?

বেলা বয়ে যায়, দিন চলে চলে
কাছে আর এলে না, ফিরে আসবে বলে!