আয়রে ছোটে আয়রে তোরা
আয়রে ছোটে আয়-
মামা বাড়ি বিষণ মজা ছোট্ট নদের না'য়।
মামা বাড়ি জমে ভারি
আড্ডা হাসির গল্প আড়ি।
পরীক্ষা যে হল শেষ, এখন ছুটি তাই
বাবা মাকে রাজি করে, মামার বাড়ী যাই।
শীতের দিনে পিঠা পায়েশ, মিঠাই পুলির রসে
সাজ সকালে দাদুর সাথে গল্প আড্ডা বসে।
সন্ধে হলেই ভুতের গল্প ভয়ে জড়সড়
লেপের তলে মুখ লূকায়ে কাপছে ধরফর।
এমন দিন যে আর আসেনা, খুজে ফিরি তারে
পেতাম যদি এমন দিনটি, যেতাম বারেবারে।
আয়রে ছোটে আয়রে তোরা
আয়রে ছোটে আয়-
মামার বাড়ি অনেক স্মৃতি, বলতে না ফুড়ায়
মামার বাড়ি বিষণ ভাড়ি চোখ যেন জুড়ায়।।