পাখি তুই ঘরে আয়, ডানা মেলে উড়ে আয়
সব পাখি ঘরে আয়, সীমানা পেরিয়ে ।
আজ দিন ভাল নাই, ঘরে ফিরে এসো তাই
ভাল রাখি, ভাল থাকি মিলেমিশে সবাই।

কথা তুই শুনে যা, কি বলে তারা
কথা না শুনলেই জীবনটা সারা!
তাই আজ ঘরে আয়, পাখি, তুই ফিরে আয়।
অভাগী মা বসে আছে, তাড়াতাড়ি চলে আয়।

শান্ত মনে ক্ষান্ত হয়ে তীরেই ভিরাও তরী
হে নাবিক, কথাটুকু রাখো, ভাল যদি থাকো।
বৃদ্ধ দাদু, কেন এমন করছ বল শুনি?
ঘরেই থাকো আর কটা দিন গুনি।

ডাক্তার আর সেবার যোদ্ধা হেরে যাচ্ছে তবে
এমন টা হলে পরে কারাই বা রবে?
তাই, সব পাখি ঘরে আয়, ডানা মেলে উড়ে আয়
করোনার ছুবল যে দিনে দিনে বেড়ে যায়।