করোনার দিনগুলি তোর, কাটছে কেমন বল?
সারা পৃথিবীর এই খবরে, চোখে আসে জল!
সজল নামে সেই ছেলেটার করোনাময় দিনে
কাজের বোঝা; দায়িত্ব আর কতকিছুর ঋনে-
যাচ্ছে চলে দিন।
দিনে দিনে বাড়ছে যত, ভাইরাস আর রোগী
অন্য কিছু হলে হোক, করোনায় না ভুগি;
সজল এখন ব্যস্ত থাকে অফিসিয়াল কাজে
অনেক কথাই জমা রাখে, বলছে না যে লাজে-
যাচ্ছে চলে দিন।
সারা বিশ্বে মৃত্যু মিছিল, লাশ ছোঁয় না ছেলে
শান্তি হয়তো ফিরে আসবে, করোনার দিন গেলে!
সজল এখন চিন্তা করে বাংলাদেশের হাল
আর কটা দিন বাসায় থাকুন, বাচবেন বহুকাল-
যাকনা চলে দিন।
সচেতন আর সদিচ্ছায় বিলীন হবে করোনা
হোক না সে যতই কাছের, হাতটি তার ধরোনা;
সজল এখন ভয়ে থাকে, কোলাহলের মাঝে
মিথ্যে আর অভিনয়, এখন কি আর সাজে?
বাচবো কত দিন?