করোনা আসছে মৃত্যু নিয়ে, মানছেনা যে বাধা
চলছে যত হাহাকার, সবই গুলকধাধা-
প্রশাসন আর পুলিশ যখন ঘোমায় না চোখ বুজে
প্রহসনের পিতারা তখন টাকার পাহাড় খোঁজে।

এই যদি হয় হালচাল, মহারথীর চাকা
অনেক অঘটন ঘটে যাবে, হবে সবই ফাকা।
সরকার প্রধান চিন্তা করে,  স্বস্থি আসুক দেশে
চুর বাটপার আর ভন্ডরা সব, আসে পীরের বেশে।

রহিমের মা অনাহারী, খাবার নাই পেটে
অমুক ভাই ত্রান মারে, নেতার পা চেটে।
করোনা যখন মহামারি, বাড়ছে দেশে দেশে
হাদারামের কান্ড ঘটাই, বলদের হাসি হেসে।

পুলিশ কে ভয় পাই, মিথ্যা বলে দেই ফাঁকি
করোনাকে পাই না ভয়, এই ভয়টা কোথায় রাখি?
সরকার যখন সাধ্য মত, করে যাচ্ছে সব
দেশের কিছু অর্থপিশাচ, করে কলরব।

চলুন আজ মেনে চলি, দিন কয়টা গুনে
করোনাকে করি ভয়, পুলিশের কথা শুনে।