আমার এ চেনা শহরে
রাত নামে পরীদের
স্টেশনটা কুলিদের
বারে বেয়ারার
জেলখানায় খুনিদের
জয়জয়কার।

আমার এ চেনা শহরে
ব্যাস্ত আমলায়
কোর্ট মামলায়
হাসপাতাল ভরপুর
রাস্তাতে হামলায়।

আমার এ চেনা শহরে
আযানের সুর
বাজে উলুধ্বনি
জমায়েতে ভরপুর
মসজিদ মন্দির।

আমার এ চেনা শহরে
চায়ের স্টলে
বাজার বা মলে
জুয়ারির বাজি
সারাক্ষণ ই-চলে।

আমার এ চেনা শহরে
মায়েরা কেদে
বোনেরা রেধে
রাস্তাতে বেদে
চালাচ্ছে জীবন।

আমার এ চেনা শহরে
বাবাদের ভিক্ষায়
গুরুদের দীক্ষায়
শিক্ষকের শিক্ষায়
তবুও মানুষ নই, ইতিহাসের শিক্ষায়।