আমি ভাল আছি
শহরের এক কোনায় ছোট্ট একটা বাসা।
ছোট্ট একটা বেলকনিতে স্তব্ধ-নিঝুম-রাত্রি আমার একলা বারান্দায়।
আমি ভাল আছি
শত কোলাহল, শত অভিযোগে, শত অবহেলায়।
ছোট্ট একটা বেলকনিতে আমার কাটছে দিন রাত্রি;
আমার ছোট্ট নিশাপুরে, নিয়তির মায়ায়।
আমি ভাল আছি
এক পাহাড় দুঃখের মাঝে সুখ ফেরারি আমি;
আমার কাটছে দিন রাত্রি।
শত কষ্ট বুকে নিয়ে যদি একটুকুও সুখ পাই:
আমি তাতেই বেজায় খুশি।
আমি ভাল আছি
আমার অশ্রু শুকায় চোখের কোনায়, বুক ভেসে যায় জ্বলে।
হাজার খানেক কটু কথাও আঘাত দেয়না মনে;
আঘাত লাগে পাইনা যখন, তোমার গোপন সাহস।
আমি ভাল আছি
যাচ্ছে চলে এমনি করেই দিন, হয়তো আসবে সময়
হয়তো সুদিন
আমি সেই সাহসেই চলি পথ
আমি সেই আশাতেই বাঁচি।