একদিকে মৃত্যু মিছিলে কাতর
অন্যদিকে নব-জন্ম আহ্বানে
এ এক অদ্ভুত কোলাহল মানুষে মানুষে।
ট্রলীতে টানছে মায়ের নিথর দেহ
স্যালাইন হাতে বোনের করুন আর্তনাদ!
বাবার মুখে হাসি, মায়ের শত কষ্টের মাঝে এক ফোটা সুখের আলিজ্ঞন।
এমন সব যত আয়োজন;
এ সেই হাসপাতাল।
বারান্দায় শুয়ে থাকা অসুস্থ মানুষটা ও সপ্ন দেখে
মামার পাশে বিরামহীন নির্ঘুম ছোট্ট মেয়েটি ও সপ্ন দেখে।
বোনের চোখে ও ঘুম আসেনা, প্রিয়জন সব
পাষণ্ড এ জীবন থেকে মুক্তি দিবে যত অবহেলা, এলোমেলো রব।
এমন সব যত আয়োজন;
এ সেই হাসপাতাল।
বিরামহীন চলছে জীবন, ঘটনার মতো
হাসি, কান্না আর সৃষ্টি সুখে মেতে আনন্দ যতো
এমন সব যত আয়োজন;
এ সেই হাসপাতাল।