হ্যালো শুনছো,

চার ইঞ্চি কোমড় বেড়েছে, বেড়েছে অল্প উচ্চতা
আমি এখন অনেক ম্যাচিউরড, নাই জড়তা কৃচ্ছতা।
হাতে কিছু টাকাও থাকে, পকেট হয়না খালি
কর্মেও এখন অনেক ভাল, মাঝেমধ্যে তালি।

হ্যালো শুনছো,

বুকে পিঠ থাকত চেপে, পেটে নিয়ে ক্ষুধা
পানি দিয়েই চালিয়ে নিতাম, কঠিন মৃত্যুক্ষুধা।
এখন দেখছি পেট বেড়েছে, ডাইট করেই চলি
ভাল আছি এই কথাটা, বুক ফুলিয়েই বলি।

হ্যালো শুনছো,

এখন আমার সুখ হয়েছে, সুখেই আছি বেশ
কেটে গেছে অনেক কিছুই, দু:খ সুখের রেশ।
এখন আর মনেই আসেনা, তোমার স্মৃতি কিছু
কিছু একটা বলার জন্য নিতাম পিছু পিছু।


হ্যালো শুনছো,

শুনলাম তোমার বিয়ে হলো, সংসার করছো চুটিয়ে
এই কথাটা শোনার পরই, নিজেকে নিলাম গুটিয়ে।
এখন আমি অনেক সুখী, সুখ হয়েছে সবে
একটা জিনিস মনে রেখো, দেখা কিন্তু হবে।।