ভালোবাসা স্বপ্ন বুননের
স্বপ্ন সাজাবার এবং স্বপ্ন বাস্তবায়নের।
ভালবাসলেই কেবল কল্পনায় আসে এবং
সেই কল্পনাই মনে বেধে জাগ্রত করে পুর্নতায়।
ভালোবাসা কেবল হারিয়ে যাওয়া নয় বা হারানোর নয়
এটা জাগিয়ে রাখার, এটা জাগরণের।
ভালোবাসায় আশা থাকে, নিরাশা থাকে, হতাশা থাকে দুঃখও থাকে।
থাকেনা কেবল নিরাপত্তা।
ভালোবাসায় নিরাপত্তা অর্জন করতে হয় বিশ্বাস বা আস্থা দিয়ে।
এটা ধৈর্যের, শেষ পর্যন্ত অপেক্ষার, বিস্বাসের, আশায় ও ভরসায়।
এর কোনটা না থাকলে ভালোবাসায় স্বাদ থাকেনা।
কেমন যেন পুরাতন ছাদের শেওলার মত।
বৃষ্টি এলে জাগে, রুদ্র এলে ভাগে।
তাইতো আমি প্রহরীর মত দেখে রাখি তারে
আঘাত বেশি পাই তাই বারেবারে।
নিশিদিন প্রতিদিন দিন যেতেযেতে
দিনগুলো যাক তার আনন্দে মেতে।
ফোটাজ্বল চোখে রেখে খুশি করি তারে
দুঃখ সেই দেয় আমায় বারেবারে।
তবুও আমি তারে ভাবি মনে-প্রানে
ছেয়ে আছে স্মৃতি তার পুলকিত গ্রানে।
আজি দিন মিছে হল যা ছিল সব
শুন্য হল বদলে গেল সকল কলরব।
শুন্য হাতে হন্যে হয়ে আজও খুজি তারে
ঝাপসা চোখে আবছায়ায় দেখি বারেবারে।