তীরেই তরী ডুবল বলে, হতাশ কেন মাঝি?
সাঁতরে হলেও পার হয়ে যাও, রেখে জীবন বাজি।
আধার গেলে আসবে আলো, ফুটবে মুখে হাসি,
সেই হাসিতেই চলুক জীবন, সুখের রাশি রাশি।
ভাসাও তরী উঠাও পাল
ছুটে চল ছেড়ো না হাল,
সামনে দেখ পাবে পথ-
যদি হও একমত।
মাঝ নদীতে জোয়ার এলেও
পালের ডিঙা রেখো ধরে
ঝড় কিছুটা থেমে গেলেও
আসতে পারে জীবন ভরে।
এমনি করেই জীবন রথে, প্রতি ক্ষনেই প্রতি পথে
আসতে পারে বাধা, মনে রেখো এটাই জীবন, এটাই গোলকধাঁধা।