২৫ এ একটা সকাল দেখলাম
কি মলিন স্নিগ্ধ মিস্টি ভোরের,
শিশিরে ভেজা ঘাসে-
খেজুর রসে মিস্টি গুড়ের।

বাগানের ফুলগুলো বাহারী রঙের,
কুকুর ছানাগুলো খেলছে দুলদুলে
ছাগল ছানাগুলোও নরম তুলতুলে
সেজেছে সকলেই নানা ঢংয়ের।

নবীন কাকা যাচ্ছে হেটে কুয়াশা ভেদ করে
পাড়ার ছেলেরা খেলবে মাঠে;
সবুজ সব সবজির বাহার তরুন কাকার হাটে;
কেউবা যাচ্ছে হেটে কেউবা যাচ্ছে গাড়ি চড়ে।

একটি সুন্দর মিস্টি সকাল দেখলাম আজ
কি মিস্টি মধুর স্নিগ্ধ সকাল!

বালিশে কান পেতে লেপের তলে শুয়ে
ভোর আরতি আর শ্যামল মিত্রের গানে
তাল পাকানো সুধীর দাদু আজ আর নেই
তবে মনে পড়ে সেই আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।

শীলার কন্ঠে গান আজও ভুলি নাই
মাঝেমধ্যে মনে পরে সেই হারানো সুরে
হারিয়ে যাই স্মৃতির ভেলায় দূরে বহুদূরে।