কেউ চলে পেনশনে, কেউ চলে টেনশনে;
কেউ আবার দুটোতেই দিয়ে দিন ম্যানসনে।
কেউ চলে ধান্ধায়, কেউ চলে চান্দায়;
আমার নাই কোন কিছু দিন চলছে মন্দায়।

কেউ করে বাটপারি, কেউ করে ছিনতাই;
আমার নাই কোন কাজ যাচ্ছে চলে দিন তাই।
কেউ কাটে পকেট, কেউ চড়ে রকেট;
ছোট্ট একটি কাজ আমার ঠিক করি সকেট।

কেউ ঘুমায় খাটে, কেউ ঘুমায় মাঠে;
আমি ঘুমাই ফ্লোরে তেলাপোকায় পা চাটে।
কেউ খায় বিরিয়ানি, কেউ খায় ক্যাভিয়ার;
আমি খাই সাদা ভাত নাই কোন চ্যাভিয়ার।

কেউ যায় সিঙ্গাপুর, কেউ যায় ধামে;
আমি থাকি সারাদিন কাজ আর কামে।
দুনিয়ার সুখ যত আরামের ম্যানশনে;
সংসার চালাতেই থাকি শুধু টেনশনে।

এত সব ভিন্নতা, সবকিছুই ক্ষমতা;
সব কিছু ঠিক হোক, ফিরে আসুক সমতা।