দাড়ি যাচ্ছে পেকে, কমে যাচ্ছে চুল
হতাশা ও বিষ্ময়ে কি সঠিক কি ভুল।
আগের মতো নেই আর গায়ের শক্তি বল
মনের শক্তিই বড় শক্তি রাখি মনোবল।
বয়স বুঝি অর্ধেক হলো, বাচবো আর কদিন?
সপ্তাহে একদিন ছুটি, অফিস করি ছ দিন।
একদিনেই হাজার প্লান, ঘোমাবার সময় কই?
তার মাঝেই কবিতা লিখি, পড়িও গল্পের বই।
গল্প করতে ভালই লাগে, বন্ধুদের আড্ডায়
অনেকেই এখন ময়মনসিংহ ছেড়ে ঢাকার বাড্ডায়,
বউ নিয়ে ব্যাস্ত অনেকে, ট্যূর মারে থাইল্যান্ড
আমাদের আর টেকা কই, বাংলাদেশই মাইল্যান্ড।
রোগব্যাধি ধরছে এখন, বয়স বাড়ছে তাই
সকাল বিকাল শান্তি খুজি, শান্তি কোথাও নাই।
বাসায় গেলে ক্যাটক্যাট চাল মসলার তালিকা
মাসে মাসে বেড়াতে আসে, দু-চারজন শ্যালিকা।
বিয়ে করেই সুখে আছি একসাথে চলতে
অনেককিছুর প্রেশারে পারিনা আর বলতে।
তারপরেও বাচ্চা যখন বাবা বলে ডাকে
পৃথিবীর সকল সুখ এর ভিতরেই থাকে।