ভুগতাছি জ্বরে
কাউরে কইনা ডরে
হুনলেই কইবো করোনা
এহন কাউরে ধরোনা।
ব্যাথা গিড়ায় গিড়ায়
কি যে একটা পিড়ায়-
আছিরে ভাই-
কই এহন যাই?
কাইপ্যা কাইপ্যা উডে জ্বর
মনের মইধ্য লাগে ডর
বউ খালি কান্দে
কাইন্দ্যা কাইন্দ্যাই রান্ধে।
জ্বর এহন কম
আটকে যায় না দম
ব্যাথা আছে চাপা
খাই শুধু নাপা।
আদা দিয়ে তুলশি পাতা
লেবুর গরম জল
রসুন আর কালোজিরায়
পাইছি দারুন ফল।
কালোজিরার ভাপে
শরীর শুদ্ধ কাপে
চোখে আসে জল
এটারও দারুন ফল।
গরম জলে গর্ঘল করা
অনেকেই এখন মানে
উপকারও অনেক বেশি
এটাও সবাই জানে।
জ্বরের মাঝে সঠিক পথ্য
বেশি বেশি খাওয়া
অবস্থা বেশি খারাপ হলে
ডাক্তার খানায় যাওয়া।
তরল খাবার ফলমুল
সবজি মাছের ঝুল
এসব খেতে কখনো
করবে না কিন্তু ভূল।
বেশি বেশি খাবার খেতে
বউ দেয় চাপ
খাবারের ঠেলায়
চলে গেল তাপ।
বিঃদ্রঃ কবিতাটি করোনাকালীন সময়ে লেখা।