বাদামি রঙের পাঞ্জাবীটায়, শুভ্র আকাশ নীলে
বেগুনি রঙের শাড়ি তোমায়, বড্ডবেশী মিলে।
মৃদু বাতাস বইছে বুকে, দুলছে গালে চুল
ফুপিয়ে ফুপিয়ে বলছি কথা,পেছনে রেখে ফুল।
ফুল দেয়া হল না, অনেক কিছুই ভেবে
স্মৃতিটুকু রয়েই গেল, ফুল গাছের টবে।
প্রতিদিন যত্ন নিতাম, পানি দিতাম অল্প
ফুলের টবেই জমতো আমার, প্রতিদিনের গল্প।
ফুলকে আমি আয়না ভেবে, তোমার ছবি আকি
কবে আসবে ফাল্গুন আবার, অনেক দিনতো বাকি।
এই অপেক্ষায় থাকতাম রোজ, দেখবো দু-চোখ ভরে
মনের কথা বলবো তখন, হাসবো উচ্চস্বরে।
তোমার হাসি যেন ওগো, মেখে নয়নতারা
মন ভরে যায় অনেকখানি, দিন হয়ে যায় সারা!
চোখের ইশারায় দিশেহারা সব, নিয়তির ছায়ায়
মেতেছে নৃত্য, অন্তনীলের মায়ায়।
ভালবেসে ভালবাসায়, ফাল্গুনের গানে
ফাল্গুনেই হোক শুরু, ভালবাসার টানে।