আমাদের আর তাদের মধ্য পার্থক্য কি জানেন?
জানেন না তো!
বলছি শুনুন।

আমাদের আর তাদের সবকিছুই  অবিকল
কিন্তু তাদের আছে অনেক যা আমাদের নেই।
পার্থক্য?
হা হা কি ভাবলেন?
টাকা, ধন, দৌলত, গাড়ী, বাড়ি, সম্মান প্রভাব
এর কোনটাই যে আমাদের নেই।

তাদের জন্য আমাদের প্রান কাদে,
আমাদের জন্য তাদের শুধু সমবেদনা।

মানুষ হয়েই এলেম যেন মানুষ আর হলেম কিসে?
টাকাই যদি ক্ষমতা হয়, তাইলে তেল কি আর জলে মিশে?
তাদের অনেক টাকা, কান্নাও কেনা লাগে
তাদের জন্যই আবার আমাদের মানবতা জাগে।

জন্মেছিলাম কান্না নিয়ে, চলেও যাবো কান্না দিয়ে
তাদের কান্নায় আনন্দ থাকে, কাফনে কিংবা কবরে
আমাদের কান্নায় বুক ঝড়ে যায়, মৃত্যুর খবরে।

তাদের অনেক আছে, নেই শুধু মনুষ্যত্ব
আমাদের কিছুই নেই, নেই পশুত্ব।
অতকিছু থাকার পরেও নেই তাদের কোন হুশ
কিছু না থাকলেও, যা আছে তাতেই; আমরা মানুষ।