ভয় পেলে ভয়, ভয় না পেলে জয়
সচেতনতার মাধ্যমেই করবো মোরা-
করোনা ভাইরাসের ক্ষয়।

সব জাতী সারা দেশে, চলবো না আর গা-ঘেঁষে
আক্রান্ত যদিও হই-
নির্দেশনা মেনে সব, সুস্থ হবো বীরের বেশে।

হাত মুখ ধুয়ে রাখি, সাবান পানি দিয়ে-
মিশবোনা কারো সাথে করোনা ভাইরাস নিয়ে।

হাচি-কাশি এলে পরে, কুনই করে ভাজ
মাস্ক ব্যবহার করলে পরে-
কেটে যাবে কালো সাজ।

সরকারি নির্দেশনা আর স্বাস্থ্যবিধি সব
যে যেখানেই যুক্ত
মেনে চলবো সকলেই, হবো করোনা মুক্ত।


(সারা বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছিল একধরনের মহামারী সংক্রমক রোগ। এই রোগের কোন চিকিৎসা আবিস্কারের আগেই বহু মানুষ মারা যান। যার ফলে এটি বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করে। টিকা আবিস্কারের আগে নির্দেশনা বা নিয়ামক ছাড়া এর কোন প্রতিকার বা প্রতিষেধক ছিল না। সেই মহামারী ভাইরাস নিয়ে আমার কিছু সচেতনতা মুলক গল্প ও কবিতা আমার লেখায় পাওয়া যাবে। তারই প্রেক্ষিতে কবিতাটি বাংলা কবিতা নামক সাইটে প্রকাশ করার জন্য মনস্থির করেছি। সবাইকে পড়বার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাল লাগলে নিশ্চয়ই আরও পরামর্শ দিবেন। আর কোন ধরনের ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)