দু:খ ফেরারি বুঝ পাখিটি ধীরে ধীরে উড়ে
মন বিহনে মায়ার চোখের, সুখ টা অনেক দূরে।
শ্রান্ত পাখি ক্লান্ত হয়ে, নীড়ে ফিরে এসে
দু:খ সুখের গল্প গাথা সবই ভালবেসে।
ঐ আকাশে চাঁদ ছিল, জ্যোৎস্না ছিল, ছিল কালো দাগ
ঐ নদীতে জল ছিল, ঢেউ ছিল, ছিল নদীর বাগ।
ঐ মনেতে প্রেম ছিল, স্বপ্ন ছিল, ছিল ছলনা
বুঝে নিও ঐ মেয়েটিই চাঁদের ললনা।
তুমি আমার দিবানিশি, মন পবনের গান,
বর্ষা এলেও ভরা নদে জোয়ার ভাটার টান।
একটা নিশি তোমার জন্যে, এক আকাশের চাঁদ,
প্রেম জমিতে খরা এলেও ভাঙবে না যে বাধ।
নীল আকাশ রুদে ডাকা, হয়ত ধূসর মেঘে
ভালোবাসার মেল বন্ধন, বাড়ছে ছুটে বেগে।