সুখ বুঝেনা, মন চিনেনা ওরে আমার অবুঝ পাখি
ঘর চিনেনা, সং সাজেনা শুধু ফেলে চোখে আখি।

বর চিনেনা, পর বুঝেনা ওরে আমার অবুঝ পাখি
চলি গেলি অনেক দূরে, কেমনে তরে কাছে ডাকি?

কাছে যখন ছিলি তখন, করতি ডাকাডাকি
সময় অসময় ইচ্ছে মতন, খুশীর মাখামাখি।

অনেক বেশি ডেকেছিলাম, শুনলো না কেউ কথা
এমন হওয়ার কারন ছিল জাতীভেদ প্রথা।

প্রথাই যদি সবকিছু হয়, মানুষ হয়ে লাভ কিসে?
অমানুষ হয়েই তাই, সমাজে গেলাম মিশে।

সমাজ তোমায় কি দিল? কিইবা দিল আমায়?

বুঝলে না'ত মনের এ ভাষা
কি হবে বাচিয়ে রেখে, মনের এই গোপন আশা!

মন তুই বুঝলে না, মনের আকাশ চিনলে না
চেনা এ পথে বাকী পথ হাটলে না!