তিনবেলাই আহার জুটতো দুধ আর কলায়
বিয়ের পরে এই খাবার নামেনা আর গলায়
বিয়ে একটা আজব জিনিস সেই ভাল জানে
ব্যাচেলররা এই ব্যাপারটা নাহি আর মানে।

মাসে একবার যেতাম চলে সুমনের মেসে
এখন আর পারিনা যেতে বিয়ে করে ফেসে
সারারাত হইহই করে শুক্রবারে ঘুম
এখন আর আসেনা ফ্রাইডে শুধু বাজার আর হোম।

বিপিন পার্কে আড্ডা দিতাম অফিস শেষ করে
আড্ডা আর হয়না এখন শ্বশুর মশাইয়ের বরে
যাও একটু সময় পাই মাঝেমধ্যে অল্প
জমেনা আর আগের মতো হাসি আড্ডার গল্প।

জুয়েল তার চাকরী নিয়ে সাতদিনই ট্যুর
পল্লবের গল্প শুনতে হয়ে যাই বোর
বিজন এখন ফোন ধরেনা ব্যাস্ত নাকি থাকে
সোহেল গেল সৌদি চলে, শুভ ঘোরপাকে।

আল-আমিন ব্যাস্ত থাকে তিন সন্তান নিয়ে
সুমনের কপালে জুটেনি এখনো বিয়ে
শরীফ ভাল ব্যবসায়ী, গরম গরম টাকা
কিছুদিন আগেও কিনেছে চার চাকা।

বউয়ের কথায় ঊঠেবসে তাও আসুক স্বস্থি
স্কুল শেষে বাড়ী না ফিরলে থাকবেনা অস্থি
এমন থ্রেট মাঝেমাঝেই তুষারও খায়
পলাশের দোকানেই এসব খবর যায়।

দেবাশিষ সুখেই আছে, ব্যাংকের সুদ কষে
কাঞ্চনেরও ব্যবসা চলছে বউয়ের পাশে বসে
কসমেটিক্স এর দোকান তার, দেখে যত বিউটি
বউয়ের নজরেই থাকে সে সারাদিনের ডিউটি।

শান্ত ভদ্র অলক বিসিএস শিক্ষায়
সেও এখন নতজানু বউয়ের দীক্ষায়
কেউ আছে পুলিশে যতই করুক সালিশ
সুমনের কেউ নাই শুধুই কুলবালিশ!

আরও কত বন্ধু বান্ধব না জানি সব
রোজার ঈদেই সবার সাথে হয় কলরব
কে কার পিছনে ছূটতো রোজি কি শম্পা
সফল জুটি এখন আল-আমিন চম্পা।

বিয়ে একটা আজব জিনিস সেই ভাল জানে
ব্যাচেলররা এই ব্যাপারটা নাহি আর মানে।।