জন্ম-মৃত্যু-বিয়ে
এই তিন শুরু বিশ্বাস দিয়ে।
জন্ম-বিয়ে-মৃত্যু সিরিয়াল হয়ে যায়
বিয়ে কিন্তু শেষে নয়, প্রথমেই এসে যায়।
শুরু হয় জন্ম, বিয়ে দিয়ে
ভাবনায় মাখো মাখো তোমাকে নিয়ে।
মৃত্যু যদি হয় শেষে
শুধু, শুধুই ভালবেসে।
এবারও কি বলব তবে জন্ম মৃত্যু বিয়ে?
নাহ!
বিয়ে আগেই হবে, জন্ম জন্মান্তরে;
জন্মটা তারপর বিয়ের পরে।
এরপর চাই মৃত্যু, দায়িত্ব শেষে
শুধু, শুধুই ভালবেসে।
তাই বিয়ে-জন্ম-মৃত্যু এই তিনে বিশ্বাস
তুমি আমি দু-জনায় নিতে চাই নিশ্বাস।