কি যে কস্ট বিষফোঁড়ায়,
ব্যাথা জোড়ায় জোড়ায়।
পারিনা থাকতে,
কস্ট চেপে রাখতে-
হই বেসামাল।

ছোট্ট একটা ফোড়া
ফুলছিল ধুক ধুক
নখ দিয়ে খোঁচা মেরে
ছিরেছিলাম মুখ।

সেই থেকে এই জ্বালা
সইতে না পারি
সেবা আর শুশ্রূষায়
পাশে আছে নারী।

ডাক্তার বলছে সেরে যাবে ওরে
অস্থির হইওনা দেখছি এসে পরে।
ব্যাথায় ধুকছি, বিছানায় শুয়ে
যাচ্ছেনা ব্যাথা তবু, কোন কিছুর ফু-য়ে।

লাল রঙয়ের বল হলো, ছোট্ট একটা মুখ
ব্যথার টনটনে চলে গেছে সুখ
ফটিকদানার পাতা দিলাম, তোকমা দিলাম অল্প
এরপর যা হলো, তারও আছে গল্প।

চলবে ...