হুম, তোমাকে ভালবাসি বলেই-
শত শহস্র বাধা পেরিয়েও কাছে আসার আকুল প্রচেষ্টা,
এক টুকরো স্নিগ্ধ মলিন হাসির সুখস্মৃতির পানে তাকিয়ে থাকা।

হুম, তোমাকে ভালবাসি বলেই-
টুকরো টুকরো গপ্পোর উচ্ছ্বসিত আর্তি,
নীরব মনে চাওয়া-পাওয়ার সান্তনা।

হুম, তোমাকে ভালবাসি বলেই-
স্বপ্ন দেখাদেখি, পাশাপাশি বসে দু-জনে
কথা কাটাকাটির অসম্ভব তুষ্টি
আর, কানেকানে গোপন কথার মিষ্টি ভ্রূকুটি।

হুম, তোমাকে ভালবাসি বলেই-
অপেক্ষার তীব্রতাকে মধুর সুভাষে ভাসিয়ে
হারিয়ে যাওয়া মনের গোপন গলিতে।
বন্ধ স্থবির নীরব পথটাকে সচল করার ব্যর্থ প্রচেষ্টা।
অন্ধকারে হাতের ইশারায় নিশাচর যাত্রী।

হুম, তোমাকে ভালবাসি বলেই-
হাঁটিতেছি সেই পথ, স্বপ্নের কল্পনায় তীব্র বাসনায়
উচ্ছ্বল সৌন্দর্য চারিদিক দিয়ে।
বিশ্বাসে সৃষ্টি আর নিঃশ্বাসের রসবোধে
আপন করে পাবার নিয়তি নিয়ে।