বড় হতে হতে আজ বড়'ই হয়ে গেলাম,
কখন কেমন করে যে বড় হয়ে গেলাম টেরই পেলাম না।
ছোট্ট বেলার সেই ছোট্ট থাকাটাই ছিল আসল আনন্দের, কি অদ্ভুত! একটা ব্যাপার ছিল, ইচ্ছের, আদরের, সম্পর্কের, প্রতিটা সময় ছিল আনন্দঘন অবুঝমনা।

আজ, এই মুহূর্তে ছোট্ট বেলার স্মৃতি মনে পরে স্মৃতিকাতর;
হয়ত আজ থেকে ৩০ বছর পর আজকের এই স্মৃতি মনে করেও স্মৃতিস্মারক হবো।
এভাবেই কি আমরা বড় হতে হতেই হারিয়ে যাবো?

প্রজন্ম থেকে প্রজন্মের পরিসমাপ্তিই কি জীবনের শেষ অধ্যায়?
ছোট্ট শিশুটি বাবা হয়, বাবা থেকে দাদু হয়, দাদু থেকে হয়তো বড়বাবা হয় তবে বড় হওয়াটা সবার ভাগ্যে আর হয় না।

জীবনের আসল সৌন্দর্য কি তাহলে জীবনকে ভালো করে চেনা? নাকি উপভোগ করা?সকলের মাঝে সমাজের মাঝে অথবা এই পৃথিবীর মাঝে নিজেকে বিলিয়ে দেয়া?
নাকি বিলীন হয়ে যাওয়া?