কখন ডাকবে সে, বলবে কখন কবে কোন সময়ে;
মিলে যাবে মত দুটু, একি পথে পথে।
বলবে কখন ডেকে, চলে এসো হে
অবাক বিস্ময়ে আহত ব্যথার ব্যকুলতায়, কি সেই আনন্দগ্রহন!

মায়া এসে জমবে মনে, ছায়া হয়ে স্মৃতি
জোছনার চাদরে ডাকা হবে কস্ট, ভালবেসে সৃস্টি।
আদরে আচ্ছাদনে জড়িয়ে বুকে, সুখে আর দুখে
পথচলা হোক তব, সম-সাধনার চোখে।

স্বপ্ন আর কল্পনায়, ছেয়েছিলে বুকে,
একেছিলে আল্পনা, কল্পনার চোখে।
মিস্টি দুস্টুমির কথা যত মুখে;
থাকবো দু-জনায় কতযে সুখে।

কি যে হবে সেই সুখ, ভেবে হই সাড়া;
কখন আসবে তুমি এই ভেবেই তাড়া!
আসলে না ত আর, কত করে ডেকেছি, কত কিছু ভেবেছি-
ভাবনাগুলো মলিন হলো, গায়ে ধুলো লেগে গেলো; ধুলিমাখা গায়েই এখন পথ চলেছি!


(২০১৪ সালে আমার খুব কাছের বন্ধুর প্রেমের স্মৃতি মনে করেই এই কবিতাটির্ জন্ম। মোবাইল ফোনেই তাদের কথা। সেই কথা থেকেই পরিচয় এবং পরিচয় থেকেই প্রেমের জাগরন। প্রায় দীর্ঘ ২ বছর কথা বলার পর তাদের খুব কাছাকাছি আসা। দেখা হয়নি তবুও। দেখা হলো ২০১৬ সালের মাঝামাঝি। তাদের এই দীর্ঘ পরিচয়ে অনেক সপ্ন, অনেক কল্পনা, অনেক আবেগ, অনেক অশ্রু, অনেক ভালোব্সার শেষ পরিনয়ের কিছু ঘটনাই এই কবিতার মাধ্যমে বর্ননা করা হয়েছে।)