আমি মানুষ? নাকি মানুষ না?
নাকি মুখোশধারী, জীব?
জীবও কিন্তু অবুঝ সরল, তারাও কিন্তু ফানুস না।
মানুষ হয়ে এলেম ভবে, মানুষের কাজ ত করলাম না
অনিয়মকেই নিয়ম করলাম, নিয়মটাকেই মানলাম না।
আমি মানুষ? কেমনে বলি!
দেশের কাজেই লাগলাম না
দেশ আমাকে যা দিয়েছে, কৃতজ্ঞতাও রাখলাম না।
অনেক সময় চিন্তা করি, ঠিকতো কিছুই করলাম না
অনিয়মকেই নিয়ম করলাম, নিয়মটাকেই মানলাম না।
আমি মানুষ? নাকি মানুষ না?