আলতো উত্তাপে পুড়ে যায় হৃদয়
রক্তাক্ত হয় সমস্ত সিরা উপশিরা বেড়ে যায়
রক্তের প্রগাঢ়তা, লুকায়িত কামনা ভর করে
শরীরে মনে প্রতিটি ভাজেভাজে, খেলা করে
তখন ষষ্ঠ ইন্দ্রিয়, অথচ দেখ কি দারুণ না
আমার অনুভূতি, আমি তোমার তাপ অনুভব
করি কিন্তু তুমি বুঝতে চাওনা আমার উত্তাপ।