নীলাঞ্জনা
স্মৃতিরা আমাকে কাদায়,
জন্মদিনের আশা করে একটা
উৎস সাজাই; তুমি কোন উৎস
কর? আমার জন্য কেউনা হয়
মৃত্যুর উৎসব সাজায়।