বিশ্বাসে অক্সিজেন না থেকে
থাকলে তুমিও শোননি জলের
কাঁন্নার গোঙ্গানি শব্দ!
প্রগাঢ়ভাবে আসেনি রাতের
সমুদ্র-পূর্ণিমা, বিলিয়ে দেয়নি
জ্যোস্নার প্লাবন,
অবগাহনে যায়নি কবি ও তাঁর
কবিসত্ত্বা।

তবুও সমুদ্রের কাছে বলো ছুঁয়ে
দেখো, আকাশস্পর্শী হৃদয়
কান পেতে শুনে দেখনি জলের
কোলাহল শব্দ ধ্বনি! কিন্তু কেন
যে অভিমান তোমার তাও বুঝতে
পারেনি সমুদ্র এবং আকাশ।

কবিতা ও প্রেমিকা
দুটোই ভরা যৌবনবতী;
যখন কাপুরুষ হয়ে বড়ো বেশি
ভালো থাকতে চেয়েছিল নিজের
করে বাঁচতে, একান্ত নিভৃতে
শুধুই একা শুধু কবি এবং তাঁর
সত্ত্বা, তুমি ও তোমরা কি সত্যিই
উপলব্ধি করেছিলে কবি ও
কবিতাকে।






___________________
লালমনিরহাট
সম্পাদনা
০১.০৭.২০২৪