যদি ছুঁয়ে দেবে অনন্ত বিশ্বাস
তবে কেন বিছিয়েছো পথে কাঁটা? রূপটাতো দেখিয়েই ফেললে; তারপর হবে নাকি অন্যরকম ইতিহাস।
তোমাদের যদি চেনে মানুষ যদি ছুঁয়ে দাও অগ্নিবাণ ধ্বংস হবে প্রেমিক ও প্রেমিকা, ফুল পাখি নদী আর মহা সমুদ্র।
মৃত্যুকে আলিঙ্গন করে বিপ্লবী, যার রক্তের ঋণে ইতিহাস চিরন্তন সত্য, আগুন লেগে পুড়েছে মাটি এখানেই জন্ম উনিশ শ' একাত্তর।
_________
২৪.০৮.২০২৮