একাত্তরে মানুষ ছিলাম
ভাবছো আছি অল্প;
অন্ধকার বেধে রাখছো
জীবন জয়ের গল্প।
রক্তে লেখা সেথা আমার
উনিশ শো একাত্তর,
ভয় দেখিয়ে লাভ হবেনা
যতই তোমাদের লম্ফ?
বুকের ভেতর জ্বলে উঠে
রক্তে লাগে আগুন,
মায়ের বোনের সম্ভ্রমেই
সত্যি সেটা মানুন।
একুশ মানে বাংলা ভাষা
স্বাধীনতার বীজ
সংগ্রামেই বিজয় এলো
উনিশ শো একাত্তর।
___________
লালমনিরহাট
১৭.১০.২০২৪