কবিতার উৎফুল্লতা দেখো
কিন্তু তারও একটা কষ্ট
আছে, কিছু দুঃখ, অভিমানি
হতে পারে কবিতা।
কবি ও কবিতার সম্মিলিত
উচ্চারণে যে আগুন জ্বলে
উঠে তাকে গ্রহণ করার মানুষ
খুঁজে পেতে মানুষের কাছে
মানুষ খুঁজে আনতে হয়।
কবিও অসীমের মতো
নিরাশ হলে পরাজয় মেনে
তিনিও লুকায় মুখ অন্ধকার
গহব্বরে, যে প্রগাঢ় অন্ধকার
ঘিরে সুপূর্ণিমাকে
অমাবস্যা গিলে খায়।
____________
লালমনিরহাট
২৭.০৪.২০২৪