এই দেশ এই সমাজ তোমাকে একা হতে দেবেনা, বিশ্বাস তুমি রাখতে পারো নিজের প্রতি; নিশ্চিত যাত্রাপথে তুমিতো একা নও পুড়ে অঙ্গার হয়ে যে মাটি সেও সাথে আছে- তুমি একা নও নিজেকে একলা না ভেবে এগিয়ে যাও- তুমি একা নও।

অগ্নিস্নানে সূচিতায় মাটিও মানুষ বিশ্বাসের বাতাসে আস্থা রেখে তুমি এগিয়ে যাও সত্যি বলছি তুমি একা নও তোমাতেই মিশেছে শত শত নদী সমুদ্রের মোহনার মত সম্মিলিত উচ্চারিত শব্দে জেগেছে সমস্বরে চিত্কার করে বলছে তুমি একা নও; এগিয়ে যাও সোনালী সূর্যের ডাকে।

_________
লালমনিরহাট
১৫.০৯.২০২৪