(উৎসর্গ: কবি ও কথাসাহিত্যিক প্রিয়বন্ধু জয়শ্রী দাস)

ছুঁয়ে যায় মন
তোমার শাড়ির আঁচল,
খোলা চুলে অপরূপ
অনাবিল হাসিতে-
ছড়িয়ে পড়ে প্রেম,
কবি প্রেমিক পুরুষ-
আর তুমি কবির কবিতা,
এখানে জয় আসে-
আসে প্রেম;
কবিতার মতো উচ্চারিত শব্দে-
যে রাতে তুমিই কবিতা হয়ে
এসেছিলে কবির কবিতা হয়ে,
তোমাকে দেখার ইচ্ছা
ছুঁয়ে দেয় বিশ্বাস,
তুমি বসন্ত
কবি এবং কবিতার।
ভালোবাসার কাছে পরাজিত
হয়ে না থাকো-
তবে কি করে বলবে
ভালোবাসো?
ভালোবাসার কাছে পরাজিত
হলেই জয়ী হয় প্রেম আর
ভালোবাসা।