কতগুলো দিন কতগুলো
বছর এভাবেই তোমাকে
আবিষ্কার করি প্রতিমুহূর্তে,
ভালোবাসা সেতো অবিনাশী
পাওয়া সেটি তুমিই
দিয়েছিলে; এখনো অনুভব
করি তোমার ভালোবাসা
এখনো তোমার স্পর্শ অনুভব
করি সেই কালপাহাড় চা
বাগান মাধবকুণ্ডের ঝর্ণার
জল, তোমার শহরে তোমাকে
নিয়ে রিক্সায় ঘুরে বেড়ানো।
সব আছে আগের মতো যা
প্রথম দেখায় দেখেছিলে
তুমি, আমি কিন্তু বদলে
যাইনি আছি আগের মতোই!
কোনদিকে তাঁকালেই
মেঠোপথ সোনালী বিকেল
এই আকাশ এই মাটি এই
অরণ্য সবকিছুতেই তোমাকে
দেখি এবং তোমাকেই
আবিষ্কার করি জীবন অরণ্যে।
জীবনের এই বাস্তবতায়
আজও অভিযোগ অনুযোগে
জালে তোমাকে বন্দি করিনি
কখনো, তুমি ভালো থাকো
সুখময় অনুভূতি তোমাকে
স্পর্শ করুক তুমি ভালো
থেকো অবিরাম আনন্দ
হাসিগানে জয় করো জীবন,
তাইতো তোমার জন্য প্রার্থণা
সাজাই তুমি ভালো থেকো
পূণ্যার্থী হয়ে।