পাষাণে বেধেছি বুক তাই কাঁন্নার শব্দ শুনতে পাবেনা! না এখন আর কান্নাও করিনা; পাষাণ বুকে বিষাদের অপরূপ দৃশ্য চোখ বুঝে অবলোকন করি।

তুমিও নিশ্চয়ই বিষাদে ভরে আকাশের কান্নার শব্দ অনুভব কর দূরে অনেকদূর থেকে; পরপারের শান্তি খুঁজে এনেছে প্রশান্তি যারা বলে তাদের তুমিও দেখছো নিশ্চিত।

নিদারুণ কষ্টকে জয় করতে প্রান্তিকতায় সবুজ মাঠে এই দুঃসময়ে ফলায় ফসল সেই মানুষ যারা জীবনের বিনিময়ে এনেছিল একাত্তর; তুমি তাঁদের পাশে এখনো স্বমহিমায়।

_________
১৫.০৮.২০২৪